HTML - Part -05:
বা Line Break এলিমেন্টের ব্যাবহার

 



BR বা Line Break এলিমেন্টের ব্যাবহার
গত ডকোমেন্টে আমরা দেখেছি এডিটরে টেক্সটকে কয়েকটি লাইনে লিখলেও. ব্রাউজারে সমস্ত লাইন এক লাইনে প্রদর্শন করে। টেক্সটকে বিভিন্ন লাইনে প্রদর্শনের জন্য একটি ট্যাগ ব্যবহার করা হয়। সেটি হচ্ছে
নামের একটি Empty Tag। আমরা জানি Br এলিমেন্ট হচ্ছে একটি Empty Tag. যদিও
সমসত্ম ব্রাউজার পড়তে পারে তবুও ভবিষ্যতের কথা ভেবে এটিতে শুধুমাত্র Opening Tag ব্যবহার করা হয় না বর্তমানে Closing (end) tag ব্যবহার করা হয়। কোডিং হবে
অর্থ্যাৎ শেষে Greater than এর আগে একটি ফাঁকা ঘর (Blank Space) এবং একটি ব্যাক স্লাস ব্যবহার করতে হবে। কারণ HTML-4 থেকে শুরু হয়ে XHTML, XML , HTML5 এ end tag ছাড়া কোন এলিমেন্ট গ্রহণযোগ্য নহে।

ট্যাগের জন্য নিন্মেক্ত কোডিং করুন :

এখানে ফাইলটি ব্রাউজারে খুলুন নিমণরূপ রেজাল্ট দেখা যাবে।
Tags